Friday, January 15, 2016

    এখানে বড় বড় সাইনবোর্ড, ব্যানার, ফেস্টুন বা বিভিন্ন আইটেমের বিলবোর্ড প্যানা, পিভিসি বা স্টিকারের উপর প্রিন্ট করা হয়। সর্‌বো নিম্ন সাইজ ৩ ফুট গুনন ২ ফুট হতে পারে বা আরো ছোট আকারের। বড় বিলবোর্ডের কোন ধরাবাধা সাইজ নেই ৩ ফুট গুনন ২০ ফুট অথবা ২০ ফুট গুনন ৩০০ ফুটও হতে পারে বা আরো বড় বা আরো ছোট। মেইনরোডে লাক্স, বাংলালিংক বা অন্যকোন কোম্পানির যে বিলবোর্ডগুলো দেখা যায় তা জোড়া দিয়ে দিয়ে বড় বানানো।
    এখানে চার বা এর অধিক কালার বা রং একসাথে প্রিন্ট হয়। এই মেশিনের সাহায্‌যে এক ফুট জায়গা প্রিন্ট হতে সময় লাগে প্রায় এক মিনিট।
এই মেশিনে যে জিনিষের উপর প্রিন্ট হয় তা হলোঃ
    তবে এর পেছনে আঠাযুক্ত থাকে বিধায় স্টিকারের উপর প্রিন্ট করা যে কোন জিনিষ কাঁচ কিংবা সমান্তরাল জায়গায় লাগানো যায়।
আর পিভিসি ও প্যানা ইত্যাদির জন্য বিভিন্ন রকম ফ্রেমের প্রয়োজন হয়।
আবার কখনো এগুলোকে সুপারগ্লু আঠা দিয়েও লাগানো যায়।
    এখানে সর্‌বোচ্চ কাজ হয় ৩৬ ইঞ্চি গুনন ২৩ ইঞ্চি যা বিভিন্ন প্রকার রং-বেরঙ্গের কাগজের উপর বিভিন্ন কালারে যেমন এক কালার, দুই কালার, তিন বা চার কালারে প্রিন্ট হয়ে থাকে। একটি ডিমাই সাইজের কাগজের মাপ বা সাইজ থাকে ২৩/৩৬ ইঞ্চি এই কাগজকে অর্ধেক করে হাফ ডিমাই বানিয়ে তাতে ভোট, ঈদ শুভেচ্ছা, পুজোর শুভেচ্ছা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিয়ে পোস্টার ছাপানো হয়। এই কাগজের সর্‌বো নিম্ন সাইজ বা মাপ হয় ৩ ইঞ্চি গুনন ১.৫ ইঞ্চি বা আরো কম যা স্লিপ হিসেবে ব্যবহার করা হয়।
    এই মেশিনে প্রায় প্রতি সেকেন্ডে বা আরো কম সময়ে একটি করে পোস্টার বা হ্যান্ডবিল প্রিন্ট হয়। তবে চার কালারের কোন কাজ হলে তা চার বার প্রিন্ট করতে হয়।
কি কি সাইজের কাগজ এখানে ব্যবহার হয়?
এছাড়াও আরো বিভিন্ন প্রকার সাইজের কাগজ পাওয়া যায়। এখানে মূলত যে কাজগুলো হয়ঃ
১। স্লিপ ২। প্যাড ৩। ক্যাশ মেমো ৪। হালখাতার কার্ড
৫। বিয়ের কার্ড ৬। ক্যালেন্ডার ৭। ভিজিটিং কার্ড
৮। জালসার পোস্টার ও হ্যান্ডবিল ইত্যাদি।

আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, নাটোরে এই প্রথম ডিজিটাল প্রযুক্তিতে আপনার যে কোন বিজ্ঞাপন অতি অল্প সময়ের মধ্যে প্রিন্ট করা হয়.
# প্যানা # ভিনাইল # পিভিসি # বিলবোর্ড
# ফেস্টুন # ব্যানার # সাইন বোর্ড # কাটিং

8


7


6


5


Unordered List

Sample Text

Powered by Blogger.

Go back to main web page

Popular Posts

Recent Posts

Islam Muslim Al-Quran Al-Hadith

Text Widget